নিজকুন্‌জরা, ছাগলনাইয়া, ফেনী
নিজকুন্‌জরা কেজি আদর্শ বিদ্যালয়

প্রতিষ্ঠানের ইতিহাস

ঐতিহ্যবাহী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার অন্যতম সুপ্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিজকুন্‌জরা কেজি আদর্শ বিদ্যালয়। প্রবাহ সংঘ কর্তৃক ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দীর্ঘ পথ পরিক্রমায় ইউনাইটেড ট্রাস্টের পৃষ্ঠপােষকতায় ও বিডিএডুকেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই বিদ্যালয়টি বর্তমানে আধুনিক, তথ্য-প্রযুক্তি নির্ভর, গুণগত মানসম্পন্ন ও দায়িত্বশীল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং অত্র জেলায় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপূর্ব ও নান্দনিক পরিবেশে দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটালাইজ্ড কারিকুলাম সমৃদ্ধ, মানসম্পন্ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ, দায়িত্বশীল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানই নিজকুন্‌জরা কেজি আদর্শ বিদ্যালয়। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ছাড়াও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ডিজিটাল এডুকেশন রিসার্চ লিমিটেড (bdeducation.org.bd) দ্বারা নিবিড়ভাবে পরিচালনা করা হয়।

265

Students

18

Teachers

5

Staff

1981

Established